মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪
ময়মনসিংহ প্রতিনিধি : মুন্সিগঞ্জের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন । আজ বৃহস্পতিবার ময়মনসিংহ - টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার বয়াতির রাইস মিল সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানান, যাত্রীবাহী সিএনজি চালিত অটো রিকশা ময়মনসিংহ আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী মুক্তাগাছার শাহপুর গ্রামের ফরিদুল ইসলাম (৩২) পিতা আব্দুর রাজ্জাক নিহত ও অপর ৪ যাত্রী আহত হন । আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , এব্যাপারে মামলা হয়েছে । ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে ।
(এমডি/এএস/জুন ১৯, ২০১৪)