বগুড়ায় হত্যা মামলার আসামি পলায়ন
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় হত্যা মামলার আসামি নিয়ে অভিযানের সময় পুলিশের কাছ থেকে সে পলায়ন করে। পলায়নকারী অাসামীর নাম মুক্তা।
বৃহস্পতিবার ভোর রাতে শহরতলী মোকামতলা এলাকায় পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে, সাজ্জাদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি তপন ও মুক্তারকে আটক করেন সদর থানার উপপরিদর্শক কালাচাঁদ। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ায় তাদের নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ।
মোকামতলা নামক স্থানে যাওয়া মাত্র পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে মুক্তার নামের একজন পালিয়ে যায়।
প্রসঙ্গত, গত রবিবার ছিনতাইকারিদের হাত খুন হওয়া সাজ্জাদ হোসেন শহরের নাটাইপাড়া এলাকার তোফাজ্জল হোসেনরে ছেলে।
(ওএস/জেএ/জুন ১৯, ২০১৪)