রাজারহাটে অপহৃত তরুণী উদ্ধার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ প্রায় ৩ সপ্তাহ পর অপহৃত তরুণীকে উদ্ধার করে আজ শনিবার আদালতে প্রেরণ করেছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৪ মার্চ) রাতে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজার এলাকা থেকে তরুণীকে উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের পশ্চিম দেবত্তর গ্রামের আতিকুল ইসলামের কন্য আরিফা খাতুন (১৭) কে গত ৩ মার্চ শুক্রবার একই ইউনিয়নের চকিদার পাড়া গ্রামের আবুতালেবের পুত্র রায়হান (২১) ও তার লোকজন তার বাড়ীর পাশ থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি আরিফার পরিবার জানার পর খোজাখুঁজি করে তাকে না পেয়ে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ মোবাইল ফোনে আড়ি পেতে দীর্ঘ ২০ দিন পর ২৪ মার্চ রাতে রাজারহাট থানার এসআই আবু হানিফের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে ওই ইউনিয়নের কাশেম বাজার এলাকা থেকে অপহৃতা আরিফা আক্তারকে উদ্ধার করে।
এসময় অপহরনকারী রায়হান পালিয়ে যায় বলে পুলিশ জানান। ২৫মার্চ শনিবার পুলিশ অপহৃতাকে কুড়িগ্রাম আদালতের প্রেরন করেছে বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান নিশ্চিত করেন।
(পিএমএস/এসপি/মার্চ ২৫, ২০১৭)