রাজারহাটে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ২৪মার্চ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ এক সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
পুলিশ জানান, উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরিষাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম ড্রাইভার (৩৫) কে গত বৃহস্পতিবার রাতে রাজারহাট থানার এসআই শামিমের নেতৃত্বে একদল পুলিশ সরিষাবাড়ীহাট থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ২৪মার্চ তাকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরন করে। সে নাবিল এন্টারপ্রাইজ কোচের ড্রাইভার থাকা অবস্থায় একটি সড়ক দূর্ঘটনা মামলার আসামী। কয়েক বছর আগে বিজ্ঞ আদালত তাকে সাজা দিলে সে দীর্ঘদিন ধরে পলাতক থাকে। সে ওই এলাকার বজলার রহমানের পুত্র বলে জানা গেছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান নিশ্চিত করেছে।
(পিএমএস/এসপি/মার্চ ২৪, ২০১৭)