দিনাজপুর প্রতিনিধি : হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোলযাত্রা উপলক্ষে গতকাল সোমবার দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি সদস্যদের হাতে মিষ্টি উপহার দিয়ে দোলযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন বিএসএফ সদস্যরা।

সীমান্তের চেকপোষ্ট এলাকার শূন্য রেখায় দোলযাত্রা উপলক্ষে বিএসএফের ভারতীয় হিলির ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর খাদ ডিবি বিজিবি বাংলা হিলি সিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলমের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে দোলযাত্রার শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বিএসএফের মালদাহ সেক্টরের ডিআইজি’র পক্ষ থেকে বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডারকে, পতিরাম ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে বিজিবি ২০ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ককে, বিজিবি ২৯ ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ককে, বিএসএফ ভারতীয় হিলি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে বিজিবি বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডারসহ চার প্যাকেট মিষ্টি বিএসএফের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

বিজিবি বাংলা হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. মাহবুব আলম বলেন, সীমান্তে দৌহাদ্যপূর্ণ সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী দায়িত্ব পালন করতে পারে এবং সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান হয় সে লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ ও ভারতের জাতীয় ও ধর্র্মীয় উৎসবগুলোতে একেঅপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এরই ধারাবাহিকতায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল যাত্রা উপলক্ষে বিএসএফে পক্ষ থেকে বিজিবি’র চার স্তরের কর্মকর্তাকে মিষ্টি উপহার দিয়ে দোল যাত্রার শুভেচ্ছা জানানো হয়েছে। বিজিবি’র পক্ষ থেকেও দোল যাত্রা উপলক্ষে শুভেচ্ছাসহ কুশলাদি বিনিময় করা হয়েছে।

(এসিজি/এএস/মার্চ ১৪, ২০১৭)