রাজধানীতে ৪০ ককটেল ও চাপাতিসহ আটক ৩
স্টাফ রিপোর্টার : রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা থেকে ৪০টি ককটেল ও ১টি চাপাতিসহ তিনজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আসামিরা হচ্ছেন বাবুল (২৮), সালাম (৩৭) ও মামুন বিশ্বাস (২৫)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, আটককৃতরা ডাকাতির উদ্দেশ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে থানা সূত্র।
(ওএস/এসপি/মার্চ ১১, ২০১৭)