বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট  জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট রেল রোড চত্ত্বরে অনুষ্ঠিত ওই সম্মেলনের উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা। উদ্বোধনের সময় জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং শান্তির প্রতিক পায়রা উড়ানো হয়। সম্মেলনের মুল শ্লোগান হচ্ছে- ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’।

জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা মিছিলসহকারে সম্মেলনে যোগদেন। সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।

বাগেরহাট জেলা কৃষক লীগের সভাপতি ডা. আব্দুল মতিন আকনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শরীফ আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ্র, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক আতিক, ছাত্রলীগের কেন্দ্রী কমিটির সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হাসেম শিপন।

(একে/এএস/মার্চ ০৯, ২০১৭)