বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জেলা পরিষদের উদ্যোগে ৯২ জন অসহায় দরিদ্র মানুষের মাঝে ভ্যান, রিক্সা, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল হক খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শফিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য কাজী জাহিদ সরোয়ার টিটু, ইব্রাহিম মোল্লা, মনিরুজ্জামান ঝুমুর, শরিফা খানম, অধ্যাপক শাহাবুদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থানের জন্য নানা উদ্যোগ গ্রহন করে। পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের বিশ্বাসী বলে আজ গ্রামগঞ্জে অসহায় মানুষদের সাবলম্বী করতে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন বিতরণ করছে।

আয়োজকরা জানান, আনুষ্ঠানিক ভাবে বাগেরহাটে অসহায় দরিদ্রদের মাঝে ৩৩ টি ভ্যান, ৩৪ টি রিক্সা, ২০টি শেলাই মেশিন ও ৫টি হুইল চেয়ার অসহায় দুস্থদেও মাঝে বিতরণ করা হয়।

(একে/এএস/মার্চ ০২, ২০১৭)