ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার মধুখালী উপজেলা রাজ্জাক জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় পাটের গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয়া। খবর পেয়ে দুপুর ১২.০০ টায় দিকে ফরিদপুর ও রাজাবাড়ী থেকে আসা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হলে মাগুরা এবং বোয়ালমারী থেকে আরো ৩টি ইউনিটসহ মোট ৭টি ইউনিট ৬ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজ্জাক জুট মিলের প্রকল্প প্রধান নজরুল ইসলাম জানান, এখানে উৎপাদনের জন্য প্রতিদিন ২৭০০ মন পাট উৎপাদন কাজে ব্যবহৃত হয়, এখানে ৪ মাসের পাট ছিল। তিনি আরো বলেন এখন পর্যন্ত উৎপাদনের কারখানা এবং পাট সহ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ কোটি টাকা তবে আগুন যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত সেটা পরে নির্ধারন করে বলা যাবে।

আগুন নিয়ন্ত্রনের পর রাজাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম জানান, আমরা ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ৬ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রেণ আনতে সক্ষম হই।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ২৮, ২০১৭)