চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের বাস উল্টে বিলে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার বিকেলে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার নয়াদিয়ারি এলাকা থেকে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ বাসযোগে বাবু ডাইং পিকনিক স্পটে পিকনিকে যান। এরপর বাড়ি ফেরার পথে ওই যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিলে পড়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান বলেন, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)