রাজারহাটে শহীদ রউফুন বসুনীয়া স্মরণে আলোচনা সভা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সোমবার কুড়িগ্রামের রাজারহাটে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাধি ছাত্র শহীদ রাউফুন বসুনীয়ার স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজে রাউফুন বসুনীয়ার ৩২তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রউফুন বসুনীয়া স্মৃতি সংরক্ষন কমিটির কেন্দ্রীয় আহবায়ক ও জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিশিষ্ট্য সাংবাদিক এসএম ছানালাল বকসী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব চাষী আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ নেতা আদম আলী সরকার, এম.আই ডিগ্রি কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, সহকারী অধ্যাপক সাজেদুর রহমান মন্ডল, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম প্রমুখ।
উল্লেখ্য, রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের কৃতি সন্তান রাউফুন বসুনীয়ার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবি ছাত্র) নেতৃত্বে ১৯৮৫ সনের ১৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার বিরোধী মিছিলে গুলি করে স্বৈরশাসকের পোষ্য বাহিনী তাকে নির্মমভাবে হত্যার পর থেকে প্রতিবছর তার স্মরণে দিবসটি পালিত হয়।
(পিএমএস/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)