আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার পুন্টল্যান্ডে একটি হোটেলে সন্ত্রাসী হামলায় কমপক্ষে চারজন এবং নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে দুজন হামলাকারী নিহত হয়েছেন।

পুন্টল্যান্ড সোমালিয়ার একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। এর রাজধানী গ্যারুউই। জঙ্গিগোষ্ঠী আল-শাবাব দাবি করেছে, বুধবার সকালে গ্যারুউই-এর এই অভিজাত হোটেলে তাদের সদস্যরা হামলা চালিয়েছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পুন্টল্যান্ডের বারি অঞ্চলের গভর্নর ইউসুফ মোহাম্মদ জানিয়েছেন, বুধবার ভোরে আন্তর্জাতিক মানের হোটেলটিতে হামলা চালায় আল-শাবাব।

তিনি বলেন, ‘তিন অস্ত্রধারী সন্ত্রাসী ইন্টারন্যাশনাল ভিলেজ হোটেল-এ হামলা চালায়। এ সময় চার নিরাপত্তারক্ষী এবং দুজন হামলাকারী নিহত হন।’

ইউসুফ মোহাম্মদ আরো জানিয়েছেন, সৌভাগ্যক্রমে সন্ত্রাসীরা হোটেল কক্ষে ঢুকতে পারেনি। হোটেল কমপ্লেক্সের সামনে গোলাগুলি হয় এবং সেখানেই শেষ হয়। হোটেলের অন্য সব লোক নিরাপদ আছেন।

সোমালিয়ার উত্তরাঞ্চলে আল-শাবাব সাধারণত হামলা চালায় না। তবে দক্ষিণাঞ্চলে সোমালিয়া সরকার ও আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষীদের বিরুদ্ধে হামলা-হাঙ্গামা চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসী সংগঠন।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)