রাজারহাটে দুই জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে গণসংবর্ধনা
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : সোমবার বিকালে কুড়িগ্রামের রাজারহাটে আওয়ামীলীগ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ ও উপজেলার চেয়ারম্যান-মেম্বারদের যৌথ উদ্যোগে নব নির্বাচিত কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা পরিষদ সদস্যকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আঃ সালাম।এসময় রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংষ্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান মোঃ জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান এবং কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুর সালাম ও জেলা পরিষদের সংরক্ষিকত মহিলা আসনের সদস্য মাহবুবা বেগম লাভলীকে সংবর্ধনা দেয়া হয়। নির্বাচিতদের হাতে ক্রেস্ট, উপহার সামগ্রী ও ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। পরে সভায় প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান মোঃ জাফর আলী ও লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান বক্তব্য রাখেন।
এসময় প্রভাষক দিলরুবা বেগমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সহসভাপতি আঃ করিম চাষী, দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এসএম ছানালাল বকসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুনুর মোঃ আক্তারুজ্জামান, আদম আলী, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা আসনের সদস্য মাহবুবা বেগম লাভলী, রাজারহাট মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম রানা, শিক্ষক সমাজের সভাপতি আখেরুজ্জামান, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, রাজারহাট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ এনামুল হক, উমর মজিদ ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আলী প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(পিএমএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)