কোটালীপাড়ায় জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ সোমবার দুপুরে কোটালীপাড়ার ছোট দক্ষিনপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া থানার এসআই মো. তোতা মিয়া জানান, ছোট দক্ষিনপাড় গ্রামের শাহাবুদ্দিন মীর(৬০) ও হাকিম মীরের(৬৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরা দুইজন সম্পর্কে চাচাতো ভাই। আজ সোমবার বেলা একটার দিকে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাবুদ্দিন মীরকে হাকিম মীর কানের পাশে মাথায় সজোরে ঘুষি মারে। এতে শাহাবুদ্দিন মীর হঠাৎ অসুস্থতা বোধ করেন। দ্রুত তাকে কোটালীপাড়া থানা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাকিম মীরকে আটক করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
(এমএইচএম/এএস/জুন ১৬, ২০১৪)