পদ-পদবির দিকে না তাকিয়ে নেতাদের জনসেবার আহ্বান
রাজশাহী প্রতিনিধি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পদ-পদবির দিকে না তাকিয়ে দলীয় নেতাদের জনগণের সেবা করার আহ্বান জানিয়েছেন।
শুক্রবার রাজশাহীর চারঘাটের নিমপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
মিনপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেছের আলী। সম্মেলনে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম দুলাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ।
এসময় বক্তারা ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের এক যোগে কাজ করারও আহ্বান জানান।
এর আগে নন্দনগাছী বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী।
(ওএস/এএস/জানুয়ারি ২৭, ২০১৭)