সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বুধবার ও বৃহস্পতিবারের সংঘর্ষে ১৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সংঘর্ষ সৃষ্টির অপরাধে তাদেরকে এ কারাদন্ড দেওয়া হয়।

জানা যায়, উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া ও লক্ষনদিয়া গ্রামে দুই দিনের সংঘর্ষে পুলিশ ১৩ জনকে আটক করেন। আটকের পর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান দুই দিনেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ১৩ জনের প্রত্যাককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেন।

কারাদন্ড প্রাপ্তরা হলেন, মহসিন (৩৫), সোহেল মাতুব্বার (২৮), নাছির শেখ (২০), মহিবুল্লাহ (১৮), ছিদ্দীক মোল্যা (৫০), আজগর মোল্যা (২৫), আমজাদ মোল্যা (২০), নাছির উদ্দীন (২৬), সাখাওয়াত মিয়া (২৪), রিয়াজ (২৫), খন্দকার ইকবাল (৫০), চুন্নু মাতুব্বার(৪০) ও লাল চাঁন শেখ (৩০)। কারাদন্ডের আদেশ দেওয়ার পর সালথা থানা পুলিশ আজ বৃহস্পতিবার বিকালে তাদেরকে ফরিদপুর কারাগারে পাঠিয়েছেন।

(এএনএইচ/এএস/জানুয়ারি ২৬, ২০১৭)