ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশালে বাল্যবিয়ে ও মাদককে না বল এ শ্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা বাল্যবিয়ে ও মাদককে লাল কার্ড প্রদর্শন করেছে। এ সময় ইউনিয়নের কয়েকটি প্রতিষ্টানের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এ সময় তাদেরকে বাল্যবিয়ে ও মাদকের কুফল সম্পর্কে দিকে নির্দেশনা প্রদান করা হয়।

মঙ্গলবার উপজেলার কানিহারি ইউনিয়নের আহম্মদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন।

কানিহারি ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, স্কুলের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মন্ডল, ইউনিয়ন যুবলীগ সভাপতি রাহাদুল হাছান রাসেল প্রমুখ।

(এমআরএন/এএস/জানুয়ারি ২৪, ২০১৭)