নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : আওয়ামীলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন খেলাধুলাই সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও সুস্থ শরীর গঠনে কার্যকরী ভূমিকা পালন করে। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি শনিবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী এম এন একাডেমীর ১০১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন ।

এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ উপনেতার জ্যেষ্ঠপুত্র নগরকান্দা উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলু, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ এরাদুল হক, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশ্বের হাসান।

এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ, সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এস এম মহিউদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোর্তুজা আহসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম, এম এন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুদ্দীন মিয়া, সহকারী প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,সাবেক সহকারী প্রধান শিক্ষক এ কে এম সাইয়েদুর রহমান বাবলু। এম এন একাডেমীর ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ দেখে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ ব্যাপক প্রশংসা করেছেন।

(এনএস/এএস/জানুয়ারি ২১, ২০১৭)