রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি: ১৫ জানুয়ারি কুড়িগ্রামের রাজারহাটে সড়ক দূর্ঘটনায় এক কাঁচামাল ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসীরা জানান, ১৫ জানুয়ারী রবিবার সকালে রাজারহাট- আনন্দ বাজার সড়কের পান্থপাড়া নামক স্থানে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় পিকআপ ভ্যানে থাকা কাঁচামাল ব্যবসায়ী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই ভ্যান চালক পালিয়ে যায়।

মৃত কাঁচামাল ব্যবসায়ী শফিক ওরফে খামারু(৪০)র বলে লাশটির পরিচয় পাওয়া যায়। সে লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামের ছফের উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

এব্যাপারে রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান নিশ্চিত করেছেন।

প্রহলাদ মন্ডল সৈকত












(পিএমএস/এস/জানুয়ারি ১৫, ২০১৭)