পিরোজপুরে উন্নয়ন মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং
অভিজিত রাহুল বেপারী, পিরোজপুর : পিরোজপুরে ৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া উন্নয়ন মেলা সম্পর্কে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক এর সভাকক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ মেলা সম্পর্কিত তথ্যাবলি সাংবাদিকদের অবহিত করেন পিরোজপুর জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টরেট সাব্বির আহম্মেদ আকুঞ্জি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম চৌধুরি, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ।
উল্লেখ্য, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি দেশের অন্যান্য সকল জেলার ন্যায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী এ মেলা বসবে।
(এআরপি/এএস/জানুয়ারি ০৫, ২০১৭)