হালুয়াঘাট সদর ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাট সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৯ ডিসেম্বর হালুয়াঘাট উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মদের সভাপতিত্বে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার হেলালুজ্জামান সরকার সদর ইউনিয়কে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল হক মিয়, মোছাঃ মনোয়ারা খাতুন ময়না, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মোঃ শিহাব উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি), মোঃ সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার, মোঃ শহীদুল্লাহ্ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, হালুয়াঘাট।
এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তি-বর্গের বক্তব্যে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয় এবং বাল্যবিবাহ না করার বিষয়ে সদর ইউনিয়নের নিযুক্ত কাজী এনামুল হক কে শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সচিব মোঃ মোখলেছুর রহমান, সদর ইউপি।
(জেসিজি/এএস/ডিসেম্বর ২৯, ২০১৬)