পিরোজপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নেছরাবাদ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করেছে পুলিশ।
রবিবার দিনগত রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের লক্ষণকাঠি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাতরা হলেন- বরিশালের বিমানবন্দর থানার লাফাদি গ্রামের খাইরুল ইসলাম (২২), বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগদা গ্রামের আব্দুল জব্বার (৪৪), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আলামিন (৩২), বরিশালের কাউনিয়া পলাশপুর এলাকার মেহেদী হাসান (২২), বরিশালের রবীন্দ্রপুর গ্রামের মো. জনি (২২) ও ঝালকাঠি জেলার কামরুল ইসলাম (২৮)।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, রবিবার দিনগত রাতে জলাবাড়ি ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন ওই ছয় ডাকাত। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো ছুরি ও গ্রিল কাটার মেশিন উদ্ধার করা হয়।
(ওএস/এএস/ডিসেম্বর ২৬, ২০১৬)