গোপালগঞ্জ জেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারীদের কর্মবিরতি
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা প্রশাসনের তৃতীয় শ্রেনীর কর্মচারীরা পদবী পরিবর্তন ও যৌক্তিক বেতন স্কেলের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালন করছে।
বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে তারা তাদের দাবি পূরণের জন্য গত ১ জুন থেকে বিক্ষোভ মিছিল,সমাবেশ ও কর্মবিরতি পালন করে আসছে। এর আগে ১ ঘন্টা ও ২ ঘন্টা কর্মবিরতি পালন করলেও রবিবার অফিসে হাজিরা দিয়ে দিনভর তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছে।
এসময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি বাদল কৃষ্ণ বিশ্বাস। সমাবেশে সাধারন সম্পাদক হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
(এমএইচএম/জেএ/জুন ১৫, ২০১৪)