ময়মনসিংহের প্রিমিয়ার স্কুলে ক্রীড়া পুরস্কার বিতরণ
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঐতিহ্যবাহী প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ৩৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১৫জুন রবিবার স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফাতেমা জহুরা রানী।
স্কুলের সিনিয়র শিক্ষক গোলাম হক এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে ময়মনসিংহ শহর আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম তারা, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম রাসেল, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, সুলতানা ভাসার ডলি, শিক্ষক প্রতিনিধি আব্দুল মুইজ, আব্দুল হক, জ্যোৎস্না ফৌজিয়া প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. চাঁন মিয়া। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
(এসইউকে/জেএ/জুন ১৫, ২০১৪)