পিরোজপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,স্বামী পলাতক
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের খুমুরিয়া এলাকায় বুধবার সকালে মনি আক্তার (১৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী পলাতক রয়েছে।
নিহতের বাবা পিরোজপুর শহরতলীর ভাইজোরা এলাকার আঃ খালেক জানান , আমার মেয়ে মনি আক্তার পিরোজপুর শহরের করিমুননেছা বালিকা বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ত । ৪ মাস আগে সে( মনি আক্তার) খুমুরিয়া এলাকার অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান সুজন কে ভালবেসে বিয়ে করে। আজ সুজনের বাবা আমাকে ফোন করে জানায় ,মনি অসুস্থ, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এরপর আমরা হাসপাতালে গিয়ে মনিকে মৃত অবস্থায় দেখতে পাই। আঃ খালেক দাবী করেন তার মেয়েকে ( মনিকে) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহম্মেদ জানান, গৃহবধূ মনি আক্তারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তার শরীর পরীক্ষা কালে গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস জানান, গৃহবধূর লাশের ময়না তদন্তের পর মৃত্যুর কারন সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
(এআরবি/এস/ডিসেম্বর ২১, ২০১৬)