বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০
বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে যাত্রীবাহী বাস ও দুটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুর শহরের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাহ আলী পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক ও বাস দুমড়েমুচড়ে পাশের জমিতে পড়ে যায়। এতে বাসের ৩০ জন যাত্রী আহত হন। বাস ও ট্রাকের চালক, হেলপার পালিয়ে গেছেন।
আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
শেরপুর থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
(ওএস/জেএ/জুন ১৫, ২০১৪)