পিরোজপুরে ৮ টি দোকান পুড়ে ছাই
অভিজিত রাহুল বেপারী : পিরোজপুর শহরের কালিবাড়ী সড়কের পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকায় আগুনে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবার দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একটি হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়।
জানা যায়, শহরের কালিবাড়ি সড়কের পুরাতন কাপুড়িয়া পট্টি এলাকায় একটি হোটেলের ভিতরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে প্রথমে পিরোজপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে নাজিরপুর ও ভান্ডারিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টা খানেকের চেষ্টার পরে রাত ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ৮টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়িকদের দাবি ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুমুর রহমান বিশ্বাস জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে একটি হোটেলের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। তবে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে স্পষ্ট বলা যাবে।
(এআরবি/এএস/নভেম্বর ২৮, ২০১৬)