পিরোজপুরে ধর্ষকের শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
অভিজিৎ রাহুল বেপারী, পিরোজপুর : পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের সাথে জড়িত মহসিন মাঝির শাস্তির দাবীতে মানববন্ধন করেছে দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া আলিম মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার সকালে মাদ্রাসার সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মো: এখলাসুর রহমান, শিক্ষক ওমর ফারুক বিশ্বাস, আলিম প্রথম বর্ষের ছাত্রী নুর-ই-জান্নাত, দাখিল পরিক্ষার্থী মোঃ ইব্রাহিম প্রমুখ।
প্রসঙ্গত বুধবার রাতে দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া সিনিয়র মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্রী তার বাড়ীতে পড়তে ছিল। দোকানদার পিতা ঘরে না থাকা তার মা পাশের কক্ষে ঘুম থাকার সুযোগে প্রতিবেশী মহাসীন মাঝি ছাত্রীর ঘরে ঢুকে মুখ চেপে ধরে পাশ্ববর্তী দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাথরুমের ভিতরে নিয়ে ধর্ষন করে। রাতে এক পর্যায়ে মেয়েটির পিতা ঘরে এসে মেয়েকে না দেখতে পেয়ে খোঁজা-খুজি করে বিদ্যালয়ের বাথরুমের কাছ থেকে তাকে উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে সদর থানায় এ বিষয়ে অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মহাসীন মাঝিকে গ্রেফতার করে।
(এআরবি/এএস/নভেম্বর ১৯, ২০১৬)