ময়মনসিংহে ট্রাক চাপায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ নেতাসহ নিহত ২
ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া বাইপাস রোড এলাকায় ট্রাক চাপায় বঙ্গবন্ধু প্রজন্ম লীগ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তোহা (২২) ও তন্ময় (২০)।
নিহত তোহা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ মহাবিদ্যালয়ের ছাত্র। তিনি শহরের পচা পুকুর পাড় এলাকার হাফেজ আব্দুল খালেদের ছেলে। তবে তন্ময়ের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ফুলবাড়িয়া বাইপাস রোড এলাকার রায়হান ফিশারিজের সামনে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেল আরোহী তোহা ও তন্ময়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান।
পরে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহত তোহার মামা ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল হাসান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/অ/জুন ১৩, ২০১৪)