রাজবাড়ীর সুলতানপুরে ভ্যানচালকের লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি :রাজবাড়ী জেলার সদর উপজেলায় সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের আখ ক্ষেত থেকে মোঃ আলিমুজ্জামান মোল্লা (৫২) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত আলিমুজ্জামান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের গোপালদী গ্রামের মৃত মোসলেম মোল্লার ছেলে।
নিহত আলিমুজ্জামানের ছেলে এরশাদ জানায়, তার বাবা পেশায় একজন ভ্যানচালক। মঙ্গলবার (৮ নভেম্বর,২০১৬) তারিখে বাড়ীতে ভ্যানগাড়ী রেখে স্থানীয় গোপালদী বাজারে চা খেতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।
বুধবার বিকালে জালদিয়া গ্রামের রফিক নামে একজন কৃষক স্থানীয় একটি আখক্ষেতে মরাদেহ দেখতে পেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের খরব দেন। পরে স্থানীয়রা মৃতব্যাক্তিকে শনাক্ত করে রাজবাড়ী থানায় এবং নিহত আলিমুজ্জামানের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে রাজবাড়ী সহকারী পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ বাশার মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশটিকে উদ্ধার করে।
নিহতের ছেলে বলেন, স্থানীয় কিছু প্রভাবশালীদের সাথে তাদের বিরোধ চলছিল, সেই বিরোধের জের ধরেই তার বাবাকে হত্যা করা হয়েছে।
এ বিষয় নিয়ে সহকারি পুলিশ সুপার বলেন, নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে, অধিকতর জানার জন্য লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় হত্যা করা হতে পারে আলিমুজ্জামানকে। তিনি বলেন তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা গ্রহন করবে।
(ডিবি/এস/নভেম্বর ১০, ২০১৬)