পাংশায় সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সর্বধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা পৌরসভা মিলনায়তনে গত শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সর্বধর্মীয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাংশা থানার অফিসার ইনচার্জ এস.এম শাহজালাল।
তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ সচেষ্ট আছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং মাদক ব্যবসার সাথে জড়িত ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে উল্লেখ করে অপরাধ কর্মকান্ডের সাথে জড়িতদের অবস্থান সম্পর্কে গোপনে তথ্য প্রদানের আহবান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনা গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক দিলীপ কুমার নন্দী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রোটারিয়ান ভজ গোবিন্দ দে, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও হোগলাডাঙ্গী এম.আই কামিল মডেল মাদরাসার অধ্যক্ষ মীর মো. আব্দুল বাতেন, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাঃ আবু মুছা আশয়ারী, সেনগ্রাম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আওয়াবুল্লাহ ইব্রাহীম, রাজবাড়ী জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হালিম, পাংশা শাহ জুঁই কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. মাওলানা মো. মাহবুবুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে স্ব-স্ব অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে নিতাই বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন, রিপন খোন্দকার, আরিফ খানসহ পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
(এমএইচকে/এস/নভেম্বর ০৬, ২০১৬)