ময়মনসিংহ প্রতিনিধি : সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়েছে । বাদ পড়েনি ময়মনসিংহ । বিশ্বকাপ উপলক্ষে চলছে পতাকা তৈরি । দর্জিরা এখন মহাব্যস্ত ।  বিশ্বকাপ উপলক্ষে পতাকা তৈরিতে ৯৮ ভাগ ব্যবহৃত হচ্ছে টেট্রন পলেস্টার কাপড় । এই কাপড়ের এখন  জমজমাট ব্যবসা ।

জানা যায়, প্রাচীনকাল থেকে মধ্যবিত্ত আর দরিদ্র পরিবারের একমাত্র অবলম্বন ছিল টেট্রন আর পলেস্টার কাপড় । গত এক দশকে গ্রাম বাংলার প্রায় প্রতিটি পরিবারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা । অর্থনৈতিক সমৃদ্ধির কারণে মানুষের ঘটেছে রুচির পরিবর্তন । ইতোমধ্যে অধিকাংশ মানুষ টেট্রন পলেস্টার কাপড় পরিহার করে ব্যবহার করছেন সুতি কাপড় । তাই কাপড়ের দোকানগুলিতে আগের মত চাহিদা ছিল না টেট্রন পলেস্টারের ।

কিন্তু বিশ্বকাপের উন্মদনায় আবারও বেড়েছে টেট্রন পলেস্টরের কদর । পতাকা তৈরিতে দীর্ঘস্থায়িত্বের বিবেচনায় এই কাপড়ের বিকল্প নেই । বিশ্বকাপে পতাকা তৈরির ব্যাপক চাহিদার কারণে ময়মনসিংহে সংকট দেখা দিয়েছে টেট্রন পলেস্টার কাপড়ের । গত ১৫ দিনের ব্যবধানে দামও বেড়েছে । ২৬ টাকা গজ টেট্রন পলেস্টার এখন ৩০ টাকা গজে বিক্রি হচ্ছে । গত ২ দিন ধরে অনেক দোকানে পাওয়া যাচ্ছে না টেট্রন পলেস্টার কাপড় ।

মহারাজা রোডের কাপড় ব্যবসায়ি ভৌরী আগরওয়ালা জানান , দাম বাড়ার পরও মোকামে সংকট দেখা দেয়ায় পাওয়া যাচ্ছে না টেট্রন পলেস্টার কাপড় । ফুটবল অনুরাগী ভক্তরা জানান, এটা কৃত্রিম সংকট । ব্যাপক চাহিদার কারণে দাম বাড়ানোর অজুহাত ব্যবসায়িদের ।

(এমডি/জেএ/জুন ১৩, ২০১৪)