দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : দক্ষিণ অঞ্চলের একুশটি জেলার প্রবেশ দ্বার হিসাবে পরিচিত রাজবাড়ী জেলার দৌলতদিয়া ফেরি ও লঞ্চঘাট। একটি ছোট্ট নিয়ন্ত্রন কক্ষে ট্রাফিক ও জেলা পুলিশ এখানে কার্যক্রম পরিচালনা করে আসছিল। সময়ের বিবর্তনে পুলিশের নিয়ন্ত্রনের জন্য একটি বড় নিয়ন্ত্রণ কক্ষের প্রয়োজন অনুধাবন করে রাজবাড়ী জেলা পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম।

পুলিশের এই উদ্যোগ বাস্তবায়নে সাড়া দেয় আকিজ সিমেন্ট কোম্পানী লিমিটেড। জেলা পুলিশের প্রস্তাবে দ্বিতল ভবনের নির্মাণে সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার ইচ্ছা পোষন করে আকিজ গ্রুপ।

আজ শুক্রবার সকাল ১১.০০ টায় দৌলতদিয়া ফেরিঘাট অঞ্চলে ১.২৫ শতাংশ সরকারি জমির উপর দ্বিতল ভবন নির্মাণের লক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করেন জেলা পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার আসাদুজ্জামান, আকিজ সিমেন্ট কোম্পানি লিমিটেডের রাজবাড়ী জেলা বিতনন কর্মকর্তা আফজাল উদ্দিন একরাম, গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ মীর্জা আবুল কালাম আসাদ, টিআই ফারুক আহম্মেদ ও মৃদুল কান্তি সাহা।

ভিত্তি প্রস্তর স্থাপনের সময় পুলিশ সুপার বলেন, বেশ অত্যাধুনিক ভাবে দ্বিতল এই নিয়ন্ত্রণ কক্ষ নির্মান করা হবে। যার প্রথম তলা খোলা থাকবে যেখানে সাধারণ মানুষ বসতে পারবে এবং দ্বিতীয় তলায় নিয়ন্ত্রনের জন্য পুলিশের সরজ্জাম থাকবে।

রাজাবাড়ীর অন্য কোন স্থানে এমন স্থাপনা নির্মান করা হয়েছে কিনা উত্তরাধিকার ৭১ নিউজের এর প্রশ্নের জবাবে আকিজ গ্রুপের জেলা বিতনন কর্মকর্তা আফজাল উদ্দিন বলেন, রাজাবাড়ীর দৌলতদিয়াতে এই প্রথম নির্মান। তিনি আরো বলেন ভাল কাজের সাথে আকিজ গ্রুপ সব সময় পাশে থাকবে।

(ডিবি/এএস/নভেম্বর ০৪, ২০১৬)