নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সৈয়দ আশরাফুল ইসলামের একান্ত সচিব সাজ্জাদ আলম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তিনি ১৫ দিনের ছুটি নিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দুই দিনের সম্মেলন শেষে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে সরে দাঁড়ান তিনি। নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করে নিজে চলে যান দলের সভাপতিমণ্ডলীর সারিতে।

(ওএস/এএস/অক্টোবর ২৮, ২০১৬)