বালিয়াকান্দিতে হাত ধোয়া দিবস পালিত
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী : উন্নত স্যানিটেশন, সুস্থ জীবন- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা হাসিনা ফাহামিদা বানু প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহামান।
(ডিবিডি/এএস/অক্টোবর ২৫, ২০১৬)