লালমনিরহাটে ট্রাকচাপায় শিশুসহ নিহত ৩
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মির্জারকোট এলাকায় ট্রাকের চাপায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকার আমানতুল্ল্যার ছেলে দেলোয়ার হোসেন (২৭), নজরুল ইসলামের ছেলে আব্দুস সাত্তার (২৮) ও ফরিদুল ইসলামের ছেলে লাবীব হোসেন (১০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওই তিনজন রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এসময় বুড়িমারীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও লাবীবের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হন আব্দুস সাত্তার। এ অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/এএস/অক্টোবর ২৪, ২০১৬)