পাংশায় বাল্যবিয়ে আয়োজনের দায়ে কণ্যার পিতার কারাদণ্ড
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির পাংশা-কুড়িপাড়া (ফুলতলা) গ্রামে গত শুক্রবার দুপুরে বাল্য বিয়ে আয়োজনের দায়ে কন্যার পিতা মোঃ নজরুল ইসলামকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা গেছে, পাংশা-কুড়িপাড়া (ফুলতলা) গ্রামের নজরুল ইসলামের মেয়ে পাংশা প্রপার দাখিল মাদরাসার ৯ম শ্রেণির ছাত্রী শারমিন খাতুনের সাথে একই ইউপির সুজানগর গ্রামের আব্বাস শেখের ছেলে রিপনের বিয়ের কথা হয়। উভয় পরিবারের সম্মতিতে শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয় এবং কন্যা পক্ষ বিয়ের আয়োজন করে।
এদিকে, বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল সরেজমিন বিয়ের অনুষ্ঠানে গিয়ে বাল্যবিয়ে আয়োজনের বিষয়টি নিশ্চিত হন। এ সময় বাল্যবিয়ে আয়োজনের দায়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারা মতে কন্যার পিতা নজরুল ইসলামকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ।
(এমএইচ/এস/অক্টোবর ২২, ২০১৬)