১৩৬ বছরের উষ্ণতার রেকর্ড ভাঙল সেপ্টেম্বর
নিউজ ডেস্ক :১৩৬ বছরের মধ্যে গত সেপ্টম্বর মাস ছিল উষ্ণতম মাস। গত ১১ মাসের মধ্যে এই মাস গরম পড়েছে সবেচেয়ে বেশি। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক মাসিক তাপমাত্রা নিয়ে কাজ করেন নাসার গডডার্ড ইনস্টিটিউট ফর স্পেস স্টাডিজ (জিআইএসএস) এমন বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন। তারা বলছেন, গত বছরের সেপ্টেম্বর মাসকে সবচেয়ে উষ্ণতম মাস ধরা হয়েছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসের তাপমাত্রা ছিল গত বছরের সেপ্টেম্বর মাসের চেয়ে ০.০০৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
১৯৫১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সেপ্টেম্বর মাসগুলোতে যে তাপমাত্রা ছিল, সে তুলনায় এবার তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ৯১ ডিগ্রি সেলসিয়াস।
(ওএস/এস/অক্টোবর ২০, ২০১৬)