দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী :রাজবাড়ীতে কেনো 'সন্ত্রাস ও জঙ্গীর স্থান  হবে না' ।রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কয়েকটি বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অবিভাবকদের সাথে সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহ বিষয়ে মত বিনিময় কালে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম এ হুঁশিয়ারি উচ্চারণ করেন ।

আজ ১৮ই অক্টোবর মঙ্গলবার পাংশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং আতাহার হোসেন উচ্চ বিদ্যালয় মিলনআয়তনে সন্ত্রাস-জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্যের শুরুতেই তিনি শিক্ষার্থীদের কথা শোনেন। পাংশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীর মায়িরা খাতুনের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, তোমাদের নিরাপত্তার স্বার্থে যা যা করার রাজাবাড়ী জেলা পুলিশ করবে। ইলিশ নিয়ে আরেক ছাত্রীর প্রশ্নে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আমরা অপরাধ কমাতে চাই না, আমরা অপরাধ বন্ধ করতে চাই।

আতাহার হোসেন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্থানীয় এক ব্যক্তির প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, আপনাদের সঠিক তথ্যের জন্য আমাদের পুলিশ প্রশাসনের সবগুলো মোবাইল নাম্বার খোলা। আপনারা যেকোন তথ্য দিতে পারেন আমরা যথাযত ব্যবস্থা গ্রহন করবো।

অতিরিক্ত পুলিশ সুপার ছাত্রীদের কাছে বলেন এই বয়সে তোমরা কোন ভুল করো না। এই বয়সের ভুল সমস্ত জীবনের কান্না হতে পারে। তিনি ছাত্রীদের উদ্যেশে বলেন তোমাদের যদি বিদ্যালয়ে বা কলেজে আসার পথে কেউ বিরক্ত করে সেই স্থান সম্পর্কে পুলিশকে তথ্য দিবে আমরা কঠোর ব্যবস্থা গ্রহন করবো। ছাত্রীদের বিদ্যালয়ে বা কলেজে আসার পথ যেন নিরাপদ হয় সেদিকে পুলিশ কর্মকর্তাদের সজাগ দৃষ্টি রাখার আহব্বান জানান।

রাজবাড়ী জেলা পুলিশের এমন ব্যতিক্রম উদ্যোগকে স্বাগত জানায় শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক এবং স্থানীয় এলাকাবাসী।

(ডিবি/এস/অক্টোবর ১৮, ২০১৬)