গোয়ালন্দে ইলিশ আহরণের অপরাধে ১৭ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা
দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী :রাজবাড়ীর পদ্মা নদীতে প্রজনন মৌসুমে ইলিশ আহরণ করার অপরাধে ১৭ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা পংঙ্কজ ঘোষ।
গতকাল রাতব্যাপী মৎস কর্মকর্তাদের সাথে অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা এবং রাজবাড়ী নৌ পুলিশের সদস্যরা। অভিযান পরিচালনার সময় রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ১৭ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রামমাণ আদালত।
১৭ জেলর মধ্য ১২ জন জেলেকে ১ এক মাস মেয়াদী কারাদণ্ড এবং ৫ জন জেলেকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রামমাণ আদালত। এ সময় ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয় ।
আদালত পরিচালনার সময় উদ্ধারকৃত ৫০ কেজি ইলিশ বিভিন্ন মাদ্রাসায় দান করেন উপজেলা মৎস কর্মকর্তা।
(ওএস/এস/অক্টোবর১৬,২০১৬)