রাজবাড়ীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী জেলার সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের পিছনের একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। আজ শনিবার দুপুরে আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান শককত হাসানের নেতৃত্বে ২ঘন্টা চেষ্টার পর উদ্ধার করা হয় যুবকের মৃতদেহ।
স্থানীয় খোকন মিয়াসহ এলাকাবাসী জানায় সকাল ১০.০০ টার দিকে নাম না জানা এই যুবককে ইউনিয়ন পরিষদের পাশে দেখা যায়। স্থানীয়রা প্রথমে তার চলাফেরা এবং পোশাক দেখে মানসিক ভারসাম্যহীন বলে ধারনা করে। এলাকাবাসী ভারসাম্য ব্যক্তির পোষাক ঠিক করে আলীপুর ইউনিয়ন পরিষদের বারান্দায় শুইয়ে রাখে এবং সেখানে সে বমি করে।
আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হাসান বলেন, সকালে একজন গ্রামপুলিশ এসে আমার কাছে খরব দেয় পরিষদের পিছনে একটি ডোবাতে এক যুবক নেমেছে এবং বর্তমানে যুবকটিকে আর দেখা যাচ্ছে না। তিনি আরো বলেন, খবর পেয়ে আমিসহ আরো দুই তিনজন যুবকটিকে খুঁজতে থাকি। দুই ঘন্টা চেষ্টার পর যুবকটি মৃতদেহ পাই।
সরেজমিনে দেখা যায় রাজবাড়ী জেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ডোবায় না নেমে নিরব দর্শকের মত চেয়ে আছে। রাজবাড়ী জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজারুল ইসলাম বলেন, আমাদের কোন ডুবরী দল নেই বিধায় আমরা সেখানে কাজ করতে পারি নাই। আমরা জরুরী ভিত্তিতি ফরিদপুর থেকে ডুবরী দল আনার ব্যবস্থা করছি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের পরিচয় মেলেনি।
(ডিবি/এএস/অক্টোবর ১৫, ২০১৬)