মৌলভীবাজারে বিদ্যুতের তার পেঁচিয়ে হেলে পড়ছে গাছ
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা শহর থেকে দুই কিলোমিটার দক্ষিনে ঢাকা সিলেট মহসড়কের পাশে ১১ নং মোস্তফাপুর ইউনিয়নের জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত দিকে অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ১১ কেবি নতুন সংযোগ লাইন এটি। লাইনের কাজও প্রায় শেষ পর্যায়ে, বাকী শুধু সংযোগের। তার পুর্বেই নতুন এ লাইনের তার পেঁচিয়ে বিশাল আকৃতির গাছ হেলে পড়েছে।
ভয়ংকর অবস্থা, যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আর তাতেই হতাহতের সম্ভাবনাও বেশি। দেখতে বিশাল আকৃতরি হেলে পরা গাছটি থেকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জোনাল কার্যালয় বেশি হলে দুই কিলোমিটার । প্রতিদিন কোন না কোন রুটিন মাফিক কাজের সুবাদে এ রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় বিদ্যুৎের কর্তাব্যাক্তিদের তার পরও চরম উদাসিন তারা এ ব্যাপারে । দেখে এমনটিই মনে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে মাঠি সহ বিশাল আকৃতির গাছটির সাথে ১১ কেবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের সাথে জড়িয়ে বেঁকে বসেছে বিদ্যুতের তার। লাইনটি নতুন থাকায় এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি । রাস্তার বাম দিকে কাত হয়ে আছে গাছটি। গাছটির একদম কাছদিয়ে গ্রামের রাস্থা পারাপার হয় প্রদিন অন্তত দুই শতাধিক নারী পুরুশ,বিশেষ করে স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা জীবনের ঝুকি নিয়ে রাস্তা পারাপার হয় ।
এ ব্যাপারে মুঠোফোনে পিডিবি’র সহকারী প্রকৌশলী জমশেদ ভূইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, নতুন এ লাইনটিতে কিছু কাজ অসম্পুর্ন থাকায়
এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি, আর গাছ হেলে পড়ার বিষয়টি তিনি জানেননা তিনি। খোজ খবর নিয়ে তিনি বিষয়টি দেখবেন বলে নিশ্চিত করেন।
(একে/এএস/অক্টোবর ১২, ২০১৬)