ধামরাই (ঢাকা) প্রতিনিধি : শারদীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহা জোটের ধামরাই উপজেলা শাখার উদ্যোগে আ সোমবার বিকেলে দুস্থ ও দরিদ্রদের মাঝে শাড়ী বিতরন করেছে। হিন্দু মহা জোটের ধামরাই উপজেলা শাখার সভাপতি খগেশ রাজকংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত এসায় বক্তব্য রাখেন পুজারী ও হিন্দু মহা জোটের ধামরাই উপজেলা শাখার সাধারন সম্পাদক সুব্রত পাল, আওয়ামীলীগ নেতা মোঃ বাক্কা মিয়া, কার্তিক রাজবংশী প্রমূখ।শেষে দরিদ্রদের মাঝে শাড়ি বিতরন  খগেশ রাজবংশী।

ঢাক ঢোল কাসর ঘন্টা শংখ ধ্বনির সাথে পুজারী নারীদের উলু-ধ্বনিতে মুখরিত প্রতিটি দুর্গা পুজা মন্ডপ।ধূপ গোলাপ জলে সৌরভে ভক্তদের মাঝে মহা আনন্দের বন্যা বইছে। নবমীতে মা দুর্গাদেবীকে পুস্পার্ঘ চরনে অপর্নের পর ভক্তরা ভীড় জমিয়েছে। প্রতিটি মন্ডপে ভক্ত দর্শনার্থীদের ঢল।মাঝে মাঝে বিষ্টি ঝাপটা এলেও আনন্দের কমতি নেই কোথাও। কড়া নিড়াপত্তা ও নজরদারী চলছে প্রতিট মন্দিরে।

ধামরাইয়ের প্রতিমা দর্শনে এসেছেন সিলেটের হবিগঞ্জ থেকে সন্দেশ বিশ্বাস দম্পতি । তিনি বলেন ধামরাইয়ে পুজা উৎসবের খুব সুনাম শুনেছি ,তাই এবার এসছি। মায়ের কাে তার প্রর্থনা দেশে যেন জঙ্গি ও সন্ত্রাত মুক্ত হয়।

স্থানীয় এমপি এমএ মালেক ঘুরে ঘুরে দেখছেন উপজেলার মন্ড গুলোর সার্বিক পরিবেশ পরিস্থিতি । পুজারীরা উৎফুল্ল। ওসি শেখ রিজাউল হক বলেন কোথাও কোন সমস্যা নেই । শান্তিপুর্নভাবেই এ উৎসব সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
পরিদর্শন করছেন ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম, ধামরাইয়ের পৌর মেয়র গোলাম কবীর ও তার সদস্যও নেতা কর্মীরা।

সবার এই প্রার্থনা শুধু নিজের নয় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। পাশাপাশি ছোটরাও নতুন জামা কাপড় পেয়ে মহা খুশি।

ধামরাইয়ের পৌর এলাকায় ৪৩ টি মন্দির সহ গোটা উপজেলায় এবার ১৭৭ টি দুর্গা মন্দিরে শারদীয় দুর্গা পূজা উৎসবের আয়োজন করা হয়েছে।শারদীয়া দুর্গা পূজা উৎসবে নবমী পুজা আজ শেষ হয়েছে।

ফুল ফলে ও চন্দরে মধুময় সুভাষে অনাবিল প্রশান্তি অনুভব হয়। সকাল সাড়ে এগারটায় অষ্ঠমী পুজা শুরু হয় । ধূপের ধোয়া ও গন্ধে ধর্মীয় ভাবগাম্ভীয়ে পুজা শেষ হয় দুপুরে। এর পরে প্রসাদ বিতরন করা হয় ।

দুর্গা পুজা কেন্দ্র করে গোটা ধামরাইয়ে এখন সাজ-সাজ রব,আলোক সজ্জা ও ঝলমলে পরিবেশের সৃষ্টি হয়েছে। এবার দেবী দুর্গা ধরাধামে আগমন করেছেন ঘোড়ায় চড়ে,ফিরে যাবেন মা এই ধরা ধাম থেকে ঘোড়ায় চড়েই।

(ডিসিপি/এএস/অক্টোবর ১০, ২০১৬)