আখাউড়ায় অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ছাই
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার আখাউড়া উপজেলার মোগড়া বাজারে বুধবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে গেছে।
বাজারের ব্যবসায়ি পরিচালনা কমিটির সদস্য শাহ আলম জানান, রাতে মোগড়া বাজারের চৌমনী এলাকার রেখা বেকারি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পাশের আরো ৩টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ওএস/জেএ/জুন ১২, ২০১৪)