জয়পুরহাট প্রতিনিধি : স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জয়পুরহাটসহ সারা দেশে চিকিৎসা সেবা ও জনস্বাস্থ্যের প্রতি সরকারের সুদৃষ্টি রয়েছে। সরকারি হাসতাল ও কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। অদূর ভবিষ্যতে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে সরকারের স্বাস্থ্য বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে।

রবিবার দুপুর ১২টায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও জেলার পাঁচবিবি উপজেলার খাস বাগুরী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন কালে মন্ত্রী জেলার স্বাস্থ্য সেবার খোঁজ খবর নেন। এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা পরিষদ প্রশাসক এস এম সোলায়মান আলী, জেলা প্রশাসক আব্দুর রহিম ও সিভিল সার্জন ডা. জসিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈনিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

বিকেল ৩টায় জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১৪ দলের এক জনসভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম বক্তব্য রাখবেন।


(ওএস/এএস/অক্টোবর ০২, ২০১৬)