‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’
কুড়িগ্রাম প্রতিনিধি : আগামী ২০১৯ সালে সঠিক সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার বেলা ১১টায় কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বঙ্গসোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে একথা বলেন তিনি।
মন্ত্রী আরো বলেন, আগামী নির্বাচনে অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে।
তিনি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে অধিগ্রহণকৃত জমির মালিকদের মাঝে চেক বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, এলজিইজি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা প্রশাসক ও সাবেক সাংসদ মো. জাফর আলী, কুড়িগ্রাম-১ আসনের সাংসদ একেএম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান সিআইপি গোলাম মোস্তফা, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তডন কুমার চক্রবর্তী ও বিআইডব্লিউআরটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমূখ।
পরে মন্ত্রী চিলমারী নৌবন্দরের কার্যক্রম উদ্বোধন এবং মতবিনিময় সভায় যোগ দেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)