লালমনিরহাটে ছাত্রলীগ নেতা খুন
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মশিউর রহমান মুশফিককে (২৮) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই জনকে আটক করছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার ভাদাই ইউনিয়নের সেতু বাজার এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মশিউর রহমান মুসফিক জেলার সদর উপজেলার মজিদা খাতুন কলেজ পাড়া এলাকার মোজাম্মেল হকের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলা থেকে মোটরসাইকেলযোগে মুসফিকসহ আরো দুইজন আদিতমারী উপজেলার সেতু বাজার এলাকায় যায়। পরে রাত ১২টার দিকে ওই এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে পালিয়ে যায়।
এসময় মুসফিকের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, তার সঙ্গে থাকা অপর দুই যুবক ঘটনার পর মুসফিকের মোটরসাইকেলটি নিতে গেলে স্থানীয় জনতা ওই দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে আটকদের পরিচয় জানা যায়নি।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এবং কী কারণে ঘটানো হয়েছে তা এখনও নিশ্চিত নয়। তবে আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৩, ২০১৬)