লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বাংলাদেশি নিহত
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে হযতর আলী (৩৫) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। স্থানীয়দের দাবি বিএসএফের ছোড়া ককটেলে ওই যুবকের মৃত্যু হয়েছে।
পরে তার মরদেহ নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। মঙ্গলবার ভোরে দহগ্রাম আঙ্গোরপোতা সীমান্তে এ ঘটনা ঘটে।
দহগ্রাম ইউপি চেয়ারম্যান কামাল হোসেন জানান, ককটেল নিক্ষেপ ও পরে তার শরীরে আঘাত করে হত্যা করে বিএসএফ সদস্যরা।
লালমনিরহাট-১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতি বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২০, ২০১৬)