চাঁপাইনবাবগঞ্জে বিদুৎস্পৃষ্টে নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাছ ধরতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিশন গ্রামের আলকাস আলীর ছেলে আসাদুল হক (২২), আয়েশ উদ্দীনের ছেলে আব্দুল বাশির (১৮) ও আজিজুল হকের ছেলে মনিরুল ইসলাম (১৬)। আজিজুল হকের ছেলে আব্দুল্লাহ (১৯) ও নিয়াজ উদ্দিনের ছেলে নবীউর রহমান (৩০) আহত হন।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, সোমবার দিবাগত রাতে গোমস্তাপুরের মইশালা বিলে বিভিশন গ্রামের দশ জেলে দুইটি নৌকায় করে মাছ ধরতে যান।
রাত সাড়ে ১১টার দিকে নৌকা চালানোর সময় আসাদুলের হাতে থাকা বাঁশের লগি বিদ্যুতের তারে লাগলে ওই নৌকা বিদ্যুতায়িত হয়ে যায়। এতে আসাদুল, বশির ও মনিরুল ঘটনাস্থলেই মারা যান এবং অপর দুই জন আব্দুল্লাহ ও নাবিউর আহত হয়ে নৌকা থেকে পড়ে যান। এসময় অন্য নৌকাতে থাকা জেলেরা তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
গোমস্তাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৬, ২০১৬)