লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মহিবুর রহমান (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই সীমান্তের মালগাড়া গ্রামের নজু প্রামানিকের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে ওই সীমান্তের ৯১৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছ থেকে গরু আনার সময় বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে ভারতীয় সাতভাণ্ডারিয়া ক্যাম্পের বিএসএফ জওয়ানরা। এতে ঘটনাস্থলেই মহিবুর নিহত হন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে সাথে থাকা অপর বাংলাদেশিরা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বজলুর রহমান হায়াতী জানিয়েছেন, পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।



(ওএস/এস/সেপ্টেম্বর০২,২০১৬)